আল-আরাফাহর প্রধান কার্যালয়ের সামনে চাকরিচ্যুতদের অবস্থান
কাফনের কাপড় পরে আল-আরাফাহর চাকরিচ্যুতদের বিক্ষোভ-ছবি জাগো নিউজ
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি থেকে সম্প্রতি চাকরিচ্যুত ৫৪৭ জন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ভুক্তভোগীরা।
বুধবারের মতো বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল থেকে রাজধানীর দৈনিক বাংলা মোড় এলাকায় অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ আন্দোলন শুরু করেন তারা। এ সময় আন্দোলনকারীদের কয়েকজনকে কাফনের কাপড় পরিধান করতে দেখা যায়।
চাকরিচ্যুত কর্মকর্তাদের অভিযোগ, গত ২০ জুলাই হঠাৎ করে তাদের প্রত্যেককে একটি ই-মেইলের মাধ্যমে চাকরিচ্যুতির নোটিশ পাঠানো হয়।
তারা জানান, বেশিরভাগ কর্মকর্তা বিগত ৪ থেকে ৫ বছর ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। শাখা পর্যায়ে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। লক্ষ্যমাত্রা অর্জন, হিসাব খোলা ও আমানত সংগ্রহসহ বিভিন্ন কর্মদক্ষতায় সফল ছিলেন বলে দাবি করেন তারা।
চাকরিচ্যুত একাধিক কর্মকর্তা অভিযোগ করেন, ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান আমির হোসেন মিথ্যা আশ্বাস দিয়ে তাদের সঙ্গে প্রতারণা করেছেন। জানানো হয়েছিল, একটি মূল্যায়নমূলক পরীক্ষা নিয়ে তাদের যাচাই করা হবে। ফলে কারও চাকরি যাবে না। কিন্তু পরে সেই পরীক্ষার ভিত্তিতেই তাদের চাকরিচ্যুত করা হয়।
চাকরিচ্যুত কর্মকর্তারা সাত দফা দাবি উত্থাপন করেছেন, যার মধ্যে রয়েছে: সব কর্মকর্তাকে স্বপদে ও স্বশাখায় পুনর্বহাল, চাকরিচ্যুতির আগের ইনক্রিমেন্ট বহাল রাখা, প্রবেশনারি অবস্থায় থাকা কর্মকর্তাদের যথাসময়ে কনফারমেশন প্রদান, মূল্যায়নের নামে চাকরিচ্যুতির পদ্ধতি বাতিল, সব কর্মকর্তাকে যথাসময়ে পদোন্নতির তালিকায় অন্তর্ভুক্ত, অতীতের মতো সব সুবিধা ও সুযোগ প্রদান এবং প্রতারণার অভিযোগে এইচআরডি প্রধান আমির হোসেনের অপসারণ।
আল-আরাফাহ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে চাকরিচ্যুতদের বিক্ষোভ-ছবি জাগো নিউজ
চাকরিচ্যুত কর্মকর্তারা বলেন, হঠাৎ করে চাকরি হারিয়ে তারা চরম মানবেতর অবস্থার মধ্যে পড়েছেন। অনেকের বয়স সরকার নির্ধারিত চাকরির সীমা অতিক্রম করেছে, ফলে অন্য কোথাও চাকরির সুযোগও নেই।
এসময় তারা বলেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ধ্বংসের এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে। পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনায় গ্রাহক আতঙ্ক আর কর্মী আতঙ্ক ছাড়া একটা ভালো পরিবর্তন নেই। দেশীয় বড় কোনো বিনিয়োগ কেন হচ্ছে না, এটা দেখার বিষয়।
বিষয়টি নিয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, গতকাল চাকরিচ্যুত কর্মকর্তাদের চলতি মাসের বেসিকের (মূল বেতন) সমপরিমাণ টাকাসহ আরও অতিরিক্ত এক মাসের বেসিক এবং চাকরির মেয়াদ অনুযায়ী কারও ক্ষেত্রে অতিরিক্ত তিন মাসের বেসিকের সমপরিমাণ টাকা, প্রভিডেন্ট ফান্ডের টাকা পরিশোধ করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ।
ইএআর/এসএইচএস/জিকেএস