ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ফ্রি ব্যাগ বন্ধ করছে আড়ং, বিকল্পে পরিবেশবান্ধব ব্যাগ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:০১ পিএম, ০৩ আগস্ট ২০২৫

দেশের অন্যতম জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং কেনাকাটার পর আর বিনামূল্যে শপিং ব্যাগ দেবে না। পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলা এবং একবার ব্যবহারযোগ্য প্যাকেজিং কমানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত।

শুক্রবার (১ আগস্ট) আড়ং তাদের ফেসবুক পেজে ‘নিজের ব্যাগ সঙ্গে আনুন’ শিরোনামে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

আড়ং জানিয়েছে, এখন থেকে কাগজের ব্যাগের জন্য গ্রাহকদের একটি নির্দিষ্ট মূল্য পরিশোধ করতে হবে। তবে বিকল্প হিসেবে গ্রাহকদের জন্য পুনঃব্যবহারযোগ্য কাপড়ের ব্যাগ সারা বছরজুড়ে সব আড়ং আউটলেটে পাওয়া যাবে। প্রবর্তনমূলক অফার হিসেবে এসব ব্যাগের ওপর চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, এসব কাগজের ব্যাগ বিক্রির মাধ্যমে প্রাপ্ত অর্থ স্থানীয় কমিউনিটিগুলোতে গাছ লাগানোর প্রকল্পে ব্যয় করা হবে- যা একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

‘প্রত্যেকটি পছন্দই গুরুত্বপূর্ণ। এসো, একসঙ্গে আমাদের পৃথিবীর জন্য ভালো কিছু করি’ এই বার্তার মাধ্যমে আড়ং গ্রাহকদের নিজস্ব ব্যাগ সঙ্গে নিয়ে কেনাকাটা করার আহ্বান জানানো হয়।

জেপিআই/এএমএ/জিকেএস