ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

হবিগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণ-আরএফএল গ্রুপের ইফতার

প্রকাশিত: ০৬:১২ পিএম, ১০ জুন ২০১৬

হবিগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণ-আরএফএল গ্রুপের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের আমিরচান কমপ্লেক্সের একটি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলে জেলা সদরসহ বিভিন্ন স্থানে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ অনুষ্ঠান মিলন মেলায় পরিণত হয়। এতে স্বাগত বক্তব্য দেন প্রাণ-আরএফএল গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার হাসান মো. মনজুরুল হক। তিনি প্রতিবছর এমন একটি অনুষ্ঠান করার ঘোষণা দেন।

সাংবাদিকদের সততা, নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে মনজুরুল হক বলেন, ব্যবসায়ী এবং গণমাধ্যম কর্মীদের মাঝে মেলবন্ধন তৈরি হলে দেশ আরো উন্নত ও সমৃদ্ধশালী হবে। গণমাধ্যম কর্মীরা প্রচারণার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতেও অবদান রাখতে পারেন।

"
প্রাণ-আরএফএল গ্রুপের জনসংযোগ কর্মকর্তা ফোরকান আহসানের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের সিনিয়র ম্যানেজার এহসানুল হাবিব, জনসংযোগ কর্মকর্তা ইমরান হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিকরাও উপস্থিত থেকে এ ইফতার মাহফিলকে আরো প্রাণবন্ত করেছেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/বিএ