ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

বাণিজ্য মেলায় বড় পরিসরে প্রাণ : পণ্যে বিশেষ ছাড়

প্রকাশিত: ১০:৪০ এএম, ০১ জানুয়ারি ২০১৫

ভোক্তার চাহিদাকে গুরুত্ব দিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বড় পরিসরে নিজের পণ্য নিয়ে অংশ নিয়েছে বাংলাদেশের অন্যতম খাদ্য প্রক্রিয়াজাত প্রতিষ্ঠান প্রাণ। স্বাস্থ্য সম্মত আর গুণগত মানের ৩৫০টির অধিক পণ্য  দেশি ও বিদেশি ক্রেতারা কিনতে পারবেন মেলায় এসে। থাকবে গ্রাহকদের জন্য বিশেষ ছাড়।

জানা গেছে, এবারের মেলায় ১টি মেগা প্যাভিলিয়ন, ১টি মিনি প্যাভিলিয়ন এবং ৮টি স্টল নিয়ে গ্রাহক পর্যায়ে পণ্য বিক্রি করবে খাদ্য প্রক্রিয়াজাত প্রতিষ্ঠান প্রাণ।

প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাজারে যাত্রা করে আজ থেকে তিন দশক আগে সেই ১৯৮১ সালে।

জানতে চাইলে প্রাণ ফুডস লিমিটেডের বিপনন ও বিক্রয় বিভাগের প্রধান মো. আলী হাসান জাগোনিউজকে বলেন, দেশি ও বিদেশি ক্রেতা আকৃষ্ট করতে বাণিজ্য মেলায় অংশগ্রহণ করা। আমরা চাই ভোক্তা ও ক্রেতাকে আমাদের পণ্যের মান সম্পর্কে জানানো।

তিনি জানান, স্ন্যাকস, কনফেকশনারি, বেভারেজ, মসলা, চাল, বিস্কুট ও ডেইরিসহ সব ধরনের পণ্যই আমরা নিয়ে যাবে। ক্রেতাদের জন্য বিশেষ ছাড়। ১৫টির বেশি বিশেষ অফারে নগদ অর্থ ছাড়ে ক্রেতা প্রাণের পণ্য কিনতে পারবেন। নূন্যতম ১০০ টাকার পণ্য কিনলেই ১০ টাকা ছাড় পাবেন ক্রেতারা।  

ধারণা করা হচ্ছে, রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে প্রতিদিন গড়ে ৭৫ থেকে ৮০ হাজার দর্শনার্থীও সমাগম হবে মেলাতে। প্রায় সবাই ঢু দিবেন প্রাণের বিক্রয় কেন্দ্রগুলোতে।

বাণিজ্য মেলায় প্রাণের প্যাকেজগুলোর মধ্যে রয়েছে মাল্টি প্যাক, কিডস চয়েজ, বন্ধু অফার, ফুর্তি অফার, আড্ডা অফার, ককটেল অফার, মম চয়েস হ্যাপি প্যাক, সস লাভার ইত্যাদি।

কর্তৃপক্ষ মনে করছে, প্রাণের প্যাভিলিয়নে নগদ ছাড় পেয়ে বেশ আনন্দেই কেনাকাটা করবে ক্রেতারা।

আলী হাসান বলেন, স্বাস্থ্যকর ও গুণগত মানের খাদ্য পণ্য মেলার দর্শনার্থীর কাছে পৌঁছে দিতে আমরা বন্ধ পরিকর।