ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

গোলাম রব্বানী আবারও প্রাইম ব্যাংকে

প্রকাশিত: ১০:১৪ এএম, ০৭ জানুয়ারি ২০১৫

আবারও প্রাইম ব্যাংকে যোগ দিয়েছেন ব্যাংকিটর সাবেক উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) গোলাম রব্বানী। প্রাইম ব্যাংকে যোগদানের পূর্বে গোলাম রব্বানী আল-আরাফা ইসলামী ব্যাংকে একই পদে কর্মরত ছিলেন।

গোলাম রব্বানী ১৯৭৭ সালে ৫ম গ্রেডের কর্মকর্তা হিসেবে তৎকালীন বাংলাদেশ শিল্প ঋণ সংস্থায় (বিএসআরএস) যোগদান করেন। তিনি ২০০১ সালে প্রাইম ব্যাংকে যোগদান করে সর্বশেষ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

৩৭ বছরের  ব্যাংকিং ক্যারিয়ারে তিনি তদানীন্তন বিএসআরএস, আল বারাকা ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে তিনি দেশে ও বিদেশে সাফল্যের সাথে বিভিন্ন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এবং বিভিন্ন কর্মশালা ও সভা, সেমিনারে অংশগ্রহণ করেছেন।