মূলধন বাড়াবে কেয়া কসমেটিকস
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান কেয়া কসমেটিকস লিমিটেডের পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি পুঁজিবাজারে প্রতিটি ১০ টাকা মূল্যে ৩২ কোটি ১৯ লাখ ৫১ হাজার ৫৫টি শেয়ার ইস্যুর মাধ্যমে ৩২১ কোটি ৯৫ লাখ ১০ হাজার ৫৫০ টাকা উত্তোলন করে পরিশোধিত মূলধন বাড়াবে।
কোম্পানিটির বর্তমান মূলধন রয়েছে ১৭৯ কোটি ১০ লাখ টাকা। কোম্পানিটি মূলধন উত্তোলনের পর পরিশোধিত মূলধন দাড়াবে ৫০১ কোটি ৫ লাখ ১০ হাজার ৫৫০ টাকা।
কোম্পানিটি তার তিন সহযোগী প্রতিষ্ঠান অধিগ্রহণের মাধ্যমে এ মূলধন বাড়াবে। সহযোগী তিন প্রতিষ্ঠান হলো, কেয়া নিট কম্পোজিট লিমিটেড, কেয়া কটন মিলস লিমিটেড এবং কেয়া স্পিনিং মিলস লিমিটেড।