ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

দুই কোম্পানির এজিএম শনিবার

প্রকাশিত: ১২:০৩ পিএম, ১৬ জানুয়ারি ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ (ফুয়েল অ্যান্ড পাওয়ার) খাতের দুই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৭ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি হলো, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ এবং ইস্টার্ন লুব্রিকেন্টস  লিমিটেড। এর মধ্যে রাজধানীর আব্দুল গণি রোড, বিদ্যুৎ ভবনের মুক্তি হলে শনিবার সকাল ১০টায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ এজিএম এবং  ইস্টার্ন লুব্রিকেন্টসের এজিএম সকাল ১১ টায় চট্টগ্রাম স্ট্রান্ড রোড, পদ্মা ভবনে অনুষ্ঠিত হবে।

এজিএম এ কোম্পানি দুটির সমাপ্ত অর্থবছরে ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন হতে পারে।