ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

এক ও দুই টাকার নোট থাকবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৩৩ এএম, ১৯ জানুয়ারি ২০১৫

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তার আগের বক্তব্য থেকে সরে এসে বলেছেন, বাজারে ধাতব মুদ্রার পাশাপাশি এক ও দুই টাকার নোট চালু থাকবে।

সোমবার সকাল ১০টায় শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মিলন হলে আন্তর্জাতিক অটিজম এবং অর্থপেডিক সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, এখনই এক ও দুই টাকার নোট বাজার থেকে উঠিয়ে নেয়া হচ্ছে না। যখন সবকিছুর মূল্য পাঁচ টাকা এবং ১০ টাকায় চলে আসবে তখনই এগুলো তুলে দেওয়া হবে।

সম্মেলনে বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক ড. শাহেলা খাতুন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইকবাল আর্সালান প্রমুখ।

এর আগে সচিবালয়ে রোববার দুপুরে অর্থমন্ত্রী জানিয়েছিলেন, বাজারে সর্বনিম্ন মুদ্রা হবে ৫ টাকা। প্রচলিত এক ও দুই টাকার মুদ্রার প্রচলন থাকবে না।

বিএ