এইচআর টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের এইচআর টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ সেপ্টেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কোম্পানির ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন হবে।
আগামী ৩১ মার্চ, সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশান-১ এ স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে এজিএম অনুষ্ঠিত হবে। এজন্য কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৯৮ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৬ দশমিক ২০ টাকা।
এসআই/বিএ
বিজ্ঞাপন
সর্বশেষ - অর্থনীতি
- ১ সাড়ে ১০ হাজার কোটি টাকা আদায়ে নিলামে এস আলম সুগার কারখানা
- ২ তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি বেড়ে ৪.৮৬ শতাংশ, শিল্প খাতে উল্লম্ফন
- ৩ ঝুঁকিনির্ভর তদারকিতে যাচ্ছে ব্যাংক খাত, রাজনৈতিক সংস্কারের তাগিদ
- ৪ কেমন হবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ শুল্ক চুক্তি, অপেক্ষা এনেক্সার
- ৫ বিজিএমইএর সঙ্গে অংশীদারত্ব আরও জোরদার করবে ডব্লিউআরএপি