ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু

প্রকাশিত: ০৫:৫৩ এএম, ২২ জানুয়ারি ২০১৫

২০ দলীয় জোটের ডাকা দুই বিভাগে টানা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন ও সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে।সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়েছে।

সকাল ১১টা ২৫মিনিটে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ২৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮০৮ পয়েন্টে অবস্থান করছে।

ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৮৪ পয়েন্টে রয়েছে। শরীয়া ইনডেক্স ডিএসইএক্স ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৯ পয়েন্টে অবস্থান করছে। এ সময় ডিএসইতে টাকায় লেনদেন হয়েছে ৪০ কোটি টাকা।

ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৭৩টির দাম বেড়েছে, কমেছে ৪৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের। অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৯১৩ পয়েন্টে। সিএসইতে মোট ১২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ২৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯ কোটি ২৪ লাখ টাকা।

এসআই/বিএ