ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

দেশসেরা সেবা দিতে চায় এসো ডটকম

প্রকাশিত: ০৮:২৬ এএম, ২৪ জানুয়ারি ২০১৫

অনলাইনে কেনাকাটা এখন আর শখের পর্যায়ে নেই। প্রতিদিনের সঙ্গী হয়েই মিশে আছে অনলাইনে কেনাকাটা। দেশের বাজারে প্রায় হাজারো ই-কমার্স সাইটে প্রতিদিন কেনাকাটা বাড়ছে। অনেকে আবার টিকে থাকতে লড়াই করে চলছেন।

তবে এগুলোর মধ্যে ব্যতিক্রম ‘এসো ডটকম’(www.esho.com)। অনেক ই-কমার্স প্রতিষ্ঠানের ভিড়ে এটিকে সেরা অবস্থানে নিয়ে যেতে চান এসো ডটকমের প্রধান নির্বাহী দিদারুল আলম।

বর্তমানে সারাবিশ্বের মতো বাংলাদেশেও ই-কমার্স এবং ই-মার্কেটিংয়ের ব্যাপক প্রসার ঘটেছে। তাই সফলতার সমূহ সম্ভাবনা খুঁজে নিলেন ই-কমার্সে দিদারুল। ‘যা কিছু প্রয়োজন এসো ডটকম’ স্লোগানকে সামনে রেখে ৩ জন নিয়ে যাত্রা শুরু করেন এসো ডটকমের।

দিদারুল জানান, গ্রাহক যাতে প্রতারিত না হয় সেজন্য শুরু থেকেই কোয়ালিটি মেনে চলেছি। নিজেদের ফটোগ্রাফির মাধ্যমে পণ্যের প্রচার করছি।

ই-কমার্স ব্যবসা করতে গিয়ে কোন ধরনের সমস্যার সম্মুখীন বেশি হচ্ছেন জানতে চাইলে দিদারুল আলম বলেন, উচ্চগতির ইন্টারনেটের সমস্যার সম্মুখীন বেশি হচ্ছি। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং উচ্চগতির ইন্টারনেট সেবার মাধ্যমে ই-কমার্সকে জনপ্রিয় করে তোলা সম্ভব বলে মনে করেন তিনি।

দিদারুল জানান, সব ধরনের পণ্যই রয়েছে এসো ডটকমে। লাইফস্টাইল, ইলেকট্রনিক্স ও আমাদের নিজেদের তৈরি পণ্য গ্রহকদের কেনার আগ্রহ বেশি। এসো ডটকমে গৃহস্থালী পণ্য, স্বাস্থ্য সেবা, ইলেকট্রনিক্স, সিরামিকস, গিফট আইটেম, প্রসাধনী পণ্য, কসমেটিকস ও পোশাক-আশাক নিয়ে একটি পূর্ণাঙ্গ ই-কমার্স সাইট। ঢাকার ভেতরে পণ্য ডেলিভারী দেওয়া হয় ২৪ ঘন্টায়, ঢাকার বাহিরে ৪৮ ঘন্টায়।

এআরএস