ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

দুই কোম্পানির বোনাস বিওতে প্রেরণ

প্রকাশিত: ০১:০২ পিএম, ২৫ জানুয়ারি ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানির ঘোষিত বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়েছে। কোম্পানি দুটি হলো- মেট্রো স্পিনিং এবং ফু-ওয়াং সিরামিক।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে এই শেয়ার পাঠানো হয়েছে বলে রোববার সিডিবিএল সূত্রে জানা গেছে।

জানা গেছে, মেট্রো স্পিনিং এবং ফু-ওয়াং সিরামিকের ঘোষিত বোনাস শেয়ার ২৫ জানুয়ারি, রোববার বিনিয়োগকারীদের বিও হিসাবে প্রেরণ করা হয়েছে।

এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে মেট্রো স্পিনিং বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ এবং ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে। যা কোম্পানি দুটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।

এসআই/আরএস