ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

হরতালে শেয়ারবাজারে সূচক পতন

প্রকাশিত: ০৭:১৩ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৫

২০ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে টানা ৭২ ঘণ্টার হরতালের প্রথম দিন সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের উভয় শেয়ারবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। টাকার অংকে লেনদেনও ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়।

লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সকাল সাড়ে ১১টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৭৫ পয়েন্টে। প্রথম ঘণ্টায় লেনদেন হয়েছে ৪৫ কোটি টাকা।

ডিএস৩০ সূচক ১৯ পয়েন্ট কমে ১ হাজার ৭২৮ পয়েন্টে রয়েছে। শরীয়া ইনডেক্স ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে ১ হাজার ১০৩ পয়েন্টে অবস্থান করছে।

এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৮টির দাম বেড়েছে, কমেছে ২০৩টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৬৭৩ পয়েন্টে। সিএসইতে মোট ১২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে।

এর মধ্যে দর বেড়েছে মাত্র ৯টির, কমেছে ১০৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩ কোটি ৭৮ লাখ টাকা।

এসআই/বিএ/এমএস