ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ইসলামী ব্যাংকের বোর্ডসভা স্থগিত

প্রকাশিত: ০৭:২৬ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ডসভা স্থগিত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভা আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত তা বাতিল করা হয়েছে।

বোর্ডসভার তারিখ পরে জানানো হবে বলে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।

সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা, বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করার কথা জানানো হয়েছিল।

আগের বছর ইসলামী ব্যাংক বিনিয়োগকারীদের ৮ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।

এসআই/বিএ/আরআইপি