ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের নতুন ব্র্যান্ড ভিগো এখন বাজারে

প্রকাশিত: ০৮:৩১ এএম, ১১ ডিসেম্বর ২০১৬

দেশীয় ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের নতুন ব্র্যান্ড ‘ভিগো’ এখন বাজারে। দেশের বৃহৎ প্লাস্টিক ও ইলেকট্রনিক পণ্যসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল) নতুন এই পণটি নিয়ে এসেছে।

রোববার রাজধানীর মহাখালীস্থ রাওয়া কনভেনশন সেন্টারে আরএফএলের নতুন এই ব্র্যান্ডের উদ্বোধন করা হয়। অারএফএলের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল পণ্যটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জানানো হয়, নতুন ব্র্যান্ডের হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে ভিগো টিভি, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, এয়ারকুলার, আয়রন, ব্লেন্ডার, ইন্ডাকশন কুকার, ইলেকট্রিক কেটলি, রাইস কুকার, ওয়াশিং মেশিনসহ ১৩ ক্যাটাগরির পণ্য বাজারে পাবেন ক্রেতারা। পরবর্তীতে সবধরনের পণ্য পর্যায়ক্রমে বাজারে আনবে ভিগো।

এ সময় আর এন পাল বলেন, ভিগো ব্র্যান্ডের পণ্যসমূহ এখন বেস্টবাইসহ অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যের শোরুমে পাওয়া যাচ্ছে। পর্যায়ক্রমে অাউটলেট স্থাপন ও ডিলার নিয়োগের মাধ্যমে ক্রেতাদের দোড়গোড়ায় এ পণ্য পৌঁছে দেয়া হবে। মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ভিগো ব্র্যান্ডের পণ্যগুলো বাজারে পাওয়া যাবে।

আর এন পাল আরো বলেন, আশা করি, আরএফএলের প্লাস্টিক পণ্যের মতো ভিগো ব্র্যান্ডের ইলেকট্রনিক পণ্যও দেশের ঘরে ঘরে পৌঁছে যাবে। চীন ও ভারতকে চ্যালেঞ্জ জানিয়ে এ পণ্য রফতানি করে যাচ্ছি। আগামী তিন বছরের মধ্যে আমরা ভিগোর পণ্যও রফতানিতে যাবো।

ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের জেনারেল ম্যানেজার বলেন, মানুষের জীবনযাত্রার মান বাড়ছে, তাই মানসম্মত ভিগোর এসব পণ্য জনপ্রিয়তা পেতে সময় লাগবে না। সারাদেশে আমাদের স্ট্রং ডিলারশিপ রয়েছে, এছাড়া অনলাইনেও এসব পণ্য সেলস করবো।

প্রধান বিপণন মোহাম্মদ রাশেদ-উল-আলম বলেন, দেশে দেশি-বিদেশি বিভিন্ন ব্রান্ডের ইলেকট্রনিক পণ্য রয়েছে। তাই মার্কেটে বেশ প্রতিযোগিতা থাকবে। তবে আমরা এ চ্যালেঞ্জ ওভারকাম করতে পারবো।

অনুষ্ঠানে ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের নির্বাহী পরিচালক প্রদীপ কুমার পোদ্দারসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএ/বিএ/আরআইপি