ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

অর্থনীতি শক্তিশালী রয়েছে : অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৩:৩২ পিএম, ০৮ মার্চ ২০১৫

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ-হরতাল সত্তে¡ও দেশের সামগ্রিক অর্থনীতি শক্তিশালী রয়েছে। রাজস্ব আদায়, রফতানি আয় ও রেমিট্যান্স বেড়েছে, কমেছে সরকারি ব্যয় ও মূল্যস্ফীতি। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নও বেড়েছে। রোববার জাতীয় সংসদে চলতি ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের দ্বিতীয় প্রান্তিক (জুলাই-ডিসেম্বর) পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি ও আয়-ব্যয়ের গতিধারা এবং সামস্টিক অর্থনৈতিক বিশ্লেষণ-সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরে এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তিনি বলেন, সহিংসতার কারণে জিডিপির প্রবৃদ্ধির ৭ দশমিক ৩ শতাংশ প্রক্ষেপণে খানিকটা পরিবর্তন আনা দরকার হতে পারে। তবে তেলের মূল্যের নিম্নমুখী প্রবণতার প্রভাবে চলতি অর্থবছরে ভর্তুকি ব্যয়ের ক্ষেত্রে স্বস্তিদায়ক অবস্থান বজায় থাকবে। মুহিত বলেন, দেশ যখন মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার দ্বরপ্রান্তে, তখন অগ্রযাত্রাকে প্রতিহত করার অপচেষ্টা চলছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও সেবার সরবরাহে তৈরি করা হচ্ছে কৃত্রিম সংকট। বাধাগ্রস্ত হচ্ছে অভ্যন্তরীণ ব্যবসা আর আন্তর্জাতিক বাণিজ্য।

এ সাময়িক সংকট আমাদের গভীরভাবে ব্যথিত করলেও আমরা বিশ্বাস করি, সরকারের প্রচেষ্টার পাশাপাশি দেশবাসীর সাহসী প্রতিরোধে অচিরেই জনবিচ্ছিন্ন এসব কার্যকলাপের সমাপ্তি হবে।
 
অর্থমন্ত্রী জানান, দ্বিতীয় প্রান্তিকে আমদানি ব্যয় ১৮ দশমিক ৩ শতাংশ বেড়ে ২২ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। ঋণপত্র খোলা ও নিষ্পত্তির প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ১৩ দশমিক ২ ও ১০ দশমিক ১ শতাংশ। প্রবাসী আয় ১০ দশমিক ৬ শতাংশ বেড়ে হয়েছে ৭ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় ২২ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।

এএইচ /পিআর