ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

শেয়ারবাজারে বেড়েছে সূচক ও লেনদেন

প্রকাশিত: ১০:২১ এএম, ২৯ মার্চ ২০১৫

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের পাশাপাশি বেড়েছে টাকার অংকের লেনদেনের পরিমান। একই সঙ্গে বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩০৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৮৯টির দাম বেড়েছে, কমেছে ৯৩ টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ পয়েন্ট বেড়ে চার হাজার ৫৫৮ এ অবস্থান করছে এবং ডিএসইএস সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১১ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৩৭ এ অবস্থান করছে। আর টাকায় লেনদেন হয়েছে ৩৯৩ কোটি  টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত দিন অর্থ্যাৎ বৃহস্পতিবারের চেয়ে ৪৩ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৫০ কোটি টাকা।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১৩০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৬৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে মোট ২৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ১৫১টির, কমেছে ৫৫ টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৭ কোটি  ৩১ লাখ টাকা।

এসআই/এএইচ/পিআর