ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে আইডিএলসি

প্রকাশিত: ০৭:২৬ এএম, ১২ এপ্রিল ২০১৫

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের প্রতিষ্ঠান আইডিএলসি ফিন্যান্স লিমিটেড ৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য এ অর্থ সংগ্রহ করবে আইডিএলসি। এ জন্য বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের বন্ড (জিরো কুপন, নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট হারে কুপন) ছেড়ে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ অর্থ সংগ্রহ করবে কোম্পানিটি।

এ বন্ডের মেয়াদ হবে ৩ থেকে ৭ বছর পর্যন্ত। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এসব সিন্ধান্ত নেওয়া হয়। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদন পেলেই বন্ড ছাড়বে আইডিএলসি ফিন্যান্স।

এসআই/বিএ/এমএস