ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

তিন বীমা প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৭:৩৬ এএম, ১২ এপ্রিল ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের তিন প্রতিষ্ঠান ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানগুলো হলো পপুলার লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ও সিটি জেনারেল ইন্স্যুরেন্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১১ জুন রাজধানীর দিলকুশায় অবস্থিত হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ এপ্রিল।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১১ জুন রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে অবস্থিত ঢাকা লেডিস ক্লাবে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ এপ্রিল।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের হিসেব অনুযায়ী বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৩১ পয়সা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ৬৩ পয়সা।

সিটি জেনারেল ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ইন্স্যুরেন্সটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৫ জুন রাজধানীর দিলকুশায় অবস্থিত বিসিআইসি অডিটরিয়ামে সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ এপ্রিল।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের হিসেব অনুযায়ী সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৫৯ পয়সা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ১০ পয়সা।

এসআই/বিএ/পিআর