ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

এসিআই ও বাটার বোর্ড সভা সোমবার

প্রকাশিত: ০৬:০৭ এএম, ২২ এপ্রিল ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি প্রতিষ্ঠান ঔষধ ও রসায়ন খাতের এসিআই ফরমুলেশন লি. ও ট্যানারি খাতের বাটা সু লিমিটেড তাদের পরিচালনা পর্ষদের বোর্ড সভা ২৭ এপ্রিল (সোমবার) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় প্রতিষ্ঠানটির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে  সভায় আসতে পারে প্রতিষ্ঠানগুলো বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা।

বাটা সু ২০১৩ সালে বিনিয়োগকারীদের জন্য ৩০০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর পুরোটাই নগদ লভ্যাংশ। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৫৯ টাকা ৪৪ পয়সা।

এসিআই ফরমুলেশন ২০১৩ সালে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৮৭ পয়সা।

উল্লেখ্য ‘এ’ ক্যাটাগরির এই প্রতিষ্ঠান এসিআই ফরমুলেশন ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এসআই/এএইচ/এমএস