ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

সেফের নতুন সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. মজিদ

প্রকাশিত: ১০:৪৮ এএম, ২৭ এপ্রিল ২০১৫

সাউথ এশিয়ান ফেডারেশন অব এক্সচেঞ্জেস (সেফ) এর সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান ড. মুহাম্মদ আবদুল মজিদ। সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিনিয়র অফিসার (পিআরডি) সানজিদা পারভীন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেফের বার্ষিক সাধারণ সভায় রোববার তাকে এই পদে নির্বাচিত করা হয়। সেফের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কলম্বো স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ভিজারা কুলাতিলাকি।

বার্ষিক সাধারণ সভায় গত মেয়াদে অসামান্য অবদান রাখার জন্য সেফের প্রাক্তন চেয়ারম্যান ড. মজিদকে ধন্যবাদ জানানো হয় এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করা হয়।

এসআই/আরএস/আরআই