ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

অব্যাহত দরপতনে পুঁজিবাজার

প্রকাশিত: ০৯:২৪ এএম, ৩০ এপ্রিল ২০১৫

অব্যাহত দরপতনে দেশের পুঁজিবাজার। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয়  শেয়ারবাজারে দরপতন হয়েছে। কমেছে সবধরণের মূল্য সূচক হ্রাস। কমেছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দর। তবে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। অপর শেয়রবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।

বাজার বিশ্লেষণে দেখা যায়, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত ১৯ এপ্রিল থেকে ধারাবাহিক দর পতনে হচ্ছে পুঁজিবাজারে। টানা পাঁচ কার্যদিবস দর পতনের পর ২৭ এপ্রিল সোমবার কিছুটা সূচক বাড়লেও বুধবার ও বৃহস্পতিবার আবার দর পতন হলো দুই স্টক এক্সচেঞ্জে। অর্থাৎ ৯ কার্যদিবসের প্রধান সূচক কমেছে ৩২৬ পয়েন্ট।

বৃহস্পতিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫১ পয়েন্ট কমে চার হাজার ৪৭ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক ১২ পয়েন্ট কমে ৯৯২ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট কমে ১ হাজার ৫৪৫ পয়েন্টে অবস্থান করছে।

টাকায় লেনদেন হয়েছে ৩৮২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ৬৬ কোটি টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৩১৬ কোটি টাকা।

ডিএসইতে ৩১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৪টির দাম বেড়েছে, কমেছে ২২৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১২৪ পয়েন্ট কমে ৭ হাজার ৫৫৭ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৩৮টির, কমেছে ১৬৭ টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪২ কোটি ১৩ লাখ টাকা।

এসআই/এআরএস/আরআইপি