প্রাইম ব্যাংকে আইএফসি দলের পরিদর্শন
আইএফসির এশিয়া ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশনস গ্রুপের আঞ্চলিক প্রধান গিরিরাজ এস জাদেজা এবং প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্রাইম ব্যাংক পরিদর্শন করেছেন।
সম্প্রতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরীর সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তারা ক্রমবর্ধমান বিভিন্ন ব্যবসায়িক প্রয়োজনে উভয় পক্ষের যৌথ অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এছাড়া আইএফসি পরিদর্শক দল প্রাইম ব্যাংকের বিদ্যমান গ্লোবাল ট্রেড ফাইন্যান্স প্রোগ্রাম (জিটিএফপি) এবং স্বল্পমেয়াদি বৈদেশিক মুদ্রা অর্থায়ন পদ্ধতিতে তাদের সন্তোষ প্রকাশ করেন।
এ সময় আইএফসির ইনেসা তলোকন্নিকোভা, ম্যানেজার, ফাইনেন্সিয়াল মার্কেট এশিয়া, মোহাম্মদ রেহান রশীদ, সিনিয়র কান্ট্রি অফিসার, বাংলাদেশ, এহসানুল আজীম, সিনিয়র ইনভেষ্টমেন্ট অফিসার, পারুল দুদেজা, ইনভেষ্টমেন্ট অফিসার, ফারজাদ সিদ্দিকী, ইনভেষ্টমেন্ট এ্যানালিষ্ট উপস্থিত ছিলেন।
এসএ/আরএস/আরআই