ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

পুঁজিবাজারে ব্যাংক বিনিয়োগের জটিলতা নিস্পত্তির আহ্বান

প্রকাশিত: ১০:০৪ এএম, ০৬ মে ২০১৫

পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ সংক্রান্ত জটিলতা দ্রুত নিস্পত্তির করতে বাংলাদেশ ব্যাংকে আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার রাজধানীতে `মেডিয়েশন ফর সেটেলমেন্ট অব কমার্শিয়াল ডিসপিউটস অ্যান্ড রিকভারী অব ওভারডিউ ব্যাংক লোনস` শীর্ষক এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।

বাণিজ্য মন্ত্রী বলেন, যখন শেয়াবাজারে ব্যাংকের বিনিয়োগ সীমা (মোট দায়ের) ১০ শতাংশ ছিল তখন ব্যাংকগুলো অতি মুনাফার আসায় ৩০ শতাংশের উপরে বিনিয়োগ করেছে। বাংলাদেশ ব্যাংক সেই সময় কোনো বাধা দেয়নি। ব্যাংকগুলো অধিক হারে মুনাফাও করেছে।

আর সাধারণ বিনিয়োগকারীরা যখন পুঁজিবাজারে বিনিয়োগ করেছে তখন ব্যাংক তাদের বিনিয়োগ তুলে আনছে। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে আমাদের সাধারণ বিনিয়োগকারীরা। তাই ব্যাংকের শেয়ারবাজারে বিষয়টি সমাধানের পরামর্শ দেন মন্ত্রী।

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের ৫শ` কোটির বেশি ঋণ খেলাপিদের ঋণ পুনর্গঠনের যে সুবিধা দেওয়া হয়েছে তার সমালোচনা করে মন্ত্রী বলেন, বড় বড় ঋণ খেলাপিদের ঋণ পুনর্গঠন সুবিধা দিবেন আর যারা দীর্ঘ দিন ঋণ পরিশোধ করে বিভিন্ন সমস্যার করণে ঋণ খেলাপি হয়েছে তাদের সুবিধা দিবেন না। এটি ব্যাড কালচার। এসব বিষয়ে আমাদের বিভিন্ন সময়ে প্রশ্নের সম্মুক্ষিণ হতে হয়। এই সব বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের ভেবে দেখা উচিত।

বাণিজ্য মন্ত্রী দেশের ব্যবসা বাণিজ্য আরো এগিয়ে নিতে মেডিয়েশন মাধ্যমে ঋণ সংক্রান্ত বিরোধ নিস্পত্তির আহ্বান জানান।

তোফায়েল আহমেদ বলেন, আমাদের অর্থনৈতিক সব সূচক ইতিবাচক রয়েছে। রাজনৈতিক স্থীতিশীলতা বজায় থাকলে আমাদের অর্থনৈতিক অগ্রগতি কেউ বাধাগ্রস্থ করতে পারবে না।

বিয়াক কাউন্সিলের চেয়ারম্যান ও আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরী ও মিডল্যন্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহসান উজ্জামান।

এ সময় আরো বক্তব্য রাখেন, আইন মন্ত্রণালয়ের ড্রাফটিং অ্যান্ড পার্লামেন্টারি এ্যাফেয়ারস বিভাগের সচিব মোহাম্মদ শহীদুল হক, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) যৌথভাবে সেমিনারের আয়োজন করে।

এসআই/আরএস/আরআই