ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ফলে ভরপুর বাজার, তবুও বেড়েছে দাম

প্রকাশিত: ১২:১০ পিএম, ২৮ মে ২০১৭

শুরু হয়েছে মুসলমানদের সিয়াম সাধনার প্রবিত্র রমজান মাস। রমজানে সাধ্যের মধ্যে সেরা ইফতার সবার চাওয়া। আর সারাদিনের ক্লান্তি দূর করতে ইফতারে ফলের ভূমিকা অনন্য। তাই রমজানের প্রথমদিনেই জমজমাট হয়ে উঠেছে রাজধানীর ফলের বাজার। এবার মধুমাস জ্যৈষ্ঠের রসালো ফলে ভরপুর বাজার। তবুও বেড়েছে দাম।

রোববার রাজধানীর মতিঝিল, যাত্রাবাড়ী, পল্টন, সেগুনবাগিচাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আম, লিচু, আনারসসহ নানা ধরনের পাকা ফলে ক্রেতাদের চোখ জুড়াচ্ছে। রয়েছে বিদেশি ফলও। তবে দাম একটু বেশি হওয়ায় অস্বস্তি প্রকাশ করেছেন অনেক ক্রেতা।

বিক্রেতারা রাজধানীতে বিভিন্ন এলাকায় মান ও জাত বেধে প্রতিকেজি আম বিক্রি করছেন ৮০ থেকে ১৪০ টাকা পর্যন্ত। প্রতি হালি আনারস ৮০ থেকে ১৪০ টাকায়। ৩০০ থেকে ৩৬০ টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি শ’ লিচু। প্রতিকেজি পেয়ারা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১১০ টাকায়। সাদা আঙুর ২২০ টাকা, কালো আঙুর ৪০০ টাকা, ফুজি আপেল বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। সাদা আপেল ১৫০ থেকে ১৬০ টাকা, কালো আপেল ১৪০ টাকায়। মালটা প্রতিকেজি ১২০ থেকে ১৪০ টাকায়। এছাড়াও প্রতি ডজন কলা প্রকার বেধে বিক্রি হচ্ছে ৬০ থেকে ১৮০ টাকায়।

fruit

এর মধ্যে প্রতিডজন সাগর কলা ১৫০ থেকে ১৮০ টাকা, সবরি কলা ৭৫ থেকে ৯০ টাকা, চিনিচাম্পা কলা ৬০ থেকে ৮০ টাকা। বেল প্রতিপিস ৪০ থেকে ৭০ টাকা। বাঙ্গি প্রতিপিস ৭০ থেকে ১২০ টাকা। সাধারণ মানের খেজুর প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২৫০ টাকায়। এছাড়া আরব-আমিরাতের এক কেজি প্যাকেটের নাগাল খেজুর ২৫০ টাকা, বাবরী খেজুর ৩৫০ থেকে ৪০০ টাকা, ইরানের মরিয়ম খেজুর কেজিপ্রতি ৭০০ থেকে ৮০০ টাকা ও তিউনিসিয়ার খেজুর ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে রাস্তার পাশে অস্থায়ী দোকান থেকে ফল কিনতে আসেন ফারুক হোসেন নামের আরেক ক্রেতা। তিনি বলেন, ইফতারে সবসময় আমরা ভাজাপোড়া বা তৈলাক্ত খাবার খাই। কিন্তু এবার যে গরম পড়েছে তাতে ইফতারে ভাজাপোড়ার চেয়ে ফল খাওয়া বেশি জরুরি। তাই ইফতারের জন্য ফল কিনতে এসেছি। কিন্তু সব ধরনের ফলের দাম গত কয়েক দিনের তুলনায় বেড়েছে।

রমজানকে পুঁজি করে ফল বিক্রেতারা দাম বেশি নিচ্ছে এমন অভিযোগ করে তিনি বলেন, আম, আনারস, আপেল, আনার সব ফলের দামই কেজিতে ২০ থেকে ৪০ টাকা বেড়েছে। গত সপ্তাহে আপেলের দাম ছিল ১৩০ টাকা কেজি, আজ নিচ্ছে ১৫০ টাকা। ২০০ টাকা আনার আজ চাচ্ছে ২৪০ টাকা। ৮০ টাকার আম আজ বিক্রি করছে ১০০ টাকায়।

fruit

সেগুনবাগিচা মসজিদের সামনে সারিবদ্ধভাবে ফলের পসরা সাজিয়েছে বেশকিছু দোকান। বেসরকারি চাকরিজীবী আহমেদ নামের এক ক্রেতা বলেন, আজ পহেলা রমজান। এবার  ফলের ভরা মৌসমে রোজা। বাজারে দেশীয় রসালো ফলে ভরা। তবে বাজারে ফল ভরপুর থাকলেও দাম কমেনি। আমি আম, কলা ও আনারস কিনলাম। প্রতিকেজি আমের দাম নিল ৯০ টাকা। দুইটি আনারসের দাম রেখেছে ৬০ টাকা এবং এক ডজন সবরি কলা ৯০ টাকা।

মতিঝিলের আম ব্যবসায়ী কবির হোসেন জানান, প্রথম রোজা উপলক্ষে আজ বিক্রি বেশি হচ্ছে। প্রতিকেজি আম বিক্রি করছি ৯০ থেকে ১৫০ টাকা দরে। হিমসাগর ৯০ থেকে ১০০ টাকা, ল্যাংড়া ১২০ টাকা, গোবিন্দভোগ ১৪০ টাকায় বিক্রি করছি।

দাম বেশি নেয়ার ব্যাপারে তিনি বলেন, গত সপ্তাহের তুলনায় আজ আমের দাম কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা বেশি হয়েছে। রমজানে চাহিদা বেশি থাকায় দাম একটু বেড়েছে। তবে বাজারে নতুন আম আসছে। কয়েক দিনের মধ্যে আমের দাম কমে যাবে।

এসআই/জেডএ/আরআইপি

আরও পড়ুন