প্রতিবন্ধীর ভাতা বাড়ছে সাত গুণ
আগামী বাজেটে অসচ্ছল প্রতিবন্ধীদের জন্য মাসিক ভাতার পরিমাণ ১০০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করা হয়ছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্রস্তাবিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান।
বাজেট প্রস্তাবে তিনি বলেন, অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ১০ শতাংশ বাড়িয়ে ৮ লাখ ২৫ হাজারে এবং মাসিক ভাতার পরিমাণ ১০০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকায় উন্নীত করা হয়েছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির উপকারভোগীর সংখ্যা প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ৫ হাজার করে মোট ১০ হাজার বৃদ্ধি করা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের কল্যাণে আমাদের নানামুখী কার্যক্রম রয়েছে। এসব কার্যক্রমের বিপরীতে ২০১৭-১৮ অর্থবছরে মোট ১ হাজার ১৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, যা চলতি অর্থবছরের তুলনায় প্রায় ৩১ শতাংশ বেশি। নতুন করে প্রতিটি বিভাগীয় শহরে প্রতিবন্ধী ব্যক্তির জন্য একটি করে ‘রিসোর্স কেন্দ্র’ প্রতিষ্ঠা এবং সব ক্ষেত্রে কোটা সংরক্ষণের বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে।
এসআই/ওআর/পিআর
সর্বশেষ - অর্থনীতি
- ১ এক ভরি সোনার অলংকার ৩ লাখ ১৭ হাজার টাকা, কিনছে কারা?
- ২ বাণিজ্য সম্পর্ক বাড়াতে আফগান প্রতিনিধি দলের ওয়ান ফার্মার অফিস পরিদর্শন
- ৩ রাজস্ব সক্ষমতা জোরদারে সমন্বিত ও কাঠামোগত কর সংস্কার জরুরি
- ৪ প্লাস্টিক ও প্যাকেজিং পণ্যের রপ্তানি বাড়াতে বাজারভিত্তিক গবেষণা দরকার
- ৫ ৫ ব্যাংক থেকে কেনা হলো আরও ৫৫ মিলিয়ন ডলার