ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

সেবার ক্ষেত্রে গ্রাহকদের এক দৃষ্টিতে দেখুন : গভর্নর

প্রকাশিত: ০৬:১৬ এএম, ২১ মে ২০১৫

ব্যাংকিং সেবা দেওয়ার ক্ষেত্রে বড় ছোট সব গ্রাহকদের এক দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে ১১০ বর্ষপূর্তি উদযাপনের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সিইও আবরার এ আনোয়ারসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গভর্নর বলেন, ব্যাংকের মূল সম্পদ গ্রাহক। গ্রাহকদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধান করতে হবে। একই সঙ্গে সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে সব ধরণের গ্রাহকদের সমান দৃষ্টিতে দেখা প্রয়োজন বলেও জানান তিনি।

গভর্নর আরো বলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অনলাইলের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের দেশের বন্ড ও ট্রেজারি বন্ডে বিনিয়োগে সুযোগ দিতে পারে।

অনুষ্ঠানে ব্যাংকটির বাংলাদেশের সিইও আবরার এ আনোয়ার বলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের উন্নতি ও উন্নয়নের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। এছাড়া প্রথম ব্যাংক যারা ১১০ বছর পূর্বে যাত্রা শুরু করেছে এবং কঠিন সময়ের মধ্য দিয়েও অব্যাহতভাবে সেবা দিয়ে আসছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ১১০ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে  পুনরায় “অর্জন” চালুর ঘোষণা দেওয়া হয়েছে।  “অর্জন” নারী উদ্যোক্তাদের স্বপ্ন পূরণের সাহাস্য করতে কিস্তিতে লোন প্রদান করে থাকে।   

এসআই/এএইচ/পিআর