ব্রোকারেজ হাউজ করবে ইসলামিক ফাইন্যান্স
সহযোগী প্রতিষ্ঠান স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। সহযোগী প্রতিষ্ঠান হিসাবে পরিচালনা পর্ষদ ব্রোকারেজ হাউজ করবে প্রতিষ্ঠানটি।
জানা গেছে, কোম্পানিটির ২২২তম পর্ষদ সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সহযোগী প্রতিষ্ঠানটির নাম হবে আইএফআইএল সিকিউরিটিজ লিমিটেড।
এ বিষয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক একেএম শহীদুল হক বলেন, একটি সহযোগী প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। সব কিছু ঠিক থাকলে নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।
সর্বশেষ অর্ধ-বার্ষিকীর (জানুয়ারি-জুন ২০১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে জানা গেছে, কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৫৬ পয়সা। এ হিসাবে আলোচ্য সময়ে ইপিএস বেড়েছে ১৭ পয়সা বা ৩০ দশমিক ৩৫ শতাংশ।
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর (২০১৬) শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটি শেয়ার হোল্ডারদের ১৪ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১১ শতাংশ বোনাস। আর ৩ শতাংশ নগদ। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৩০ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য হয়েছে ১৪ টাকা ১৪ পয়সা।
এমএ/আরএস/পিআর
সর্বশেষ - অর্থনীতি
- ১ অর্থবছরের মাঝপথেই রাজস্ব ঘাটতি ৪৬ হাজার কোটি টাকা
- ২ দেড় বছরে দেশের অর্থনীতি নিম্নস্তরের ভারসাম্যে স্থির হয়ে গেছে
- ৩ রোজার আগেই সংকট কেটে যাবে, আশ্বস্ত করলেন এলপিজি অপারেটররা
- ৪ দুই ব্যাংক থেকে আরও ৪ কোটি ৫০ লাখ ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক
- ৫ নতুন পে স্কেলে সরকারি কর্মচারীরা সন্তুষ্ট হবেন আশা অর্থ উপদেষ্টার