ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

সপ্তাহে লেনদেনের শীর্ষে লাফার্জ

প্রকাশিত: ০৬:০৯ এএম, ২৭ জুন ২০১৫

প্রথমবারের মতো ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হওয়ায় সপ্তাহে লেনদেনের শীর্ষস্থানে উঠে এসেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২০০৩ সালে তালিকাভুক্তির এক যুগ পর ২০১৪ সালে প্রথমবারের মতো বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে লাফার্জ সুরমা। গত সপ্তাহে চূড়ান্ত নগদ লভ্যাংশ বিতরণ প্রক্রিয়া সম্পূর্ণ করায় কোম্পানিটিকে ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।

এদিকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হওয়ায় লাফার্জ সুরমার শেয়ারের লেনদেন নিষ্পত্তির সময় কমে গেছে। এখন কোম্পানিটির লেনদেন নিষ্পত্তিতে সময় লাগবে তিন দিন (টি+২)। অর্থাৎ এখন কোনো বিনিয়োগকারী লাফার্জের শেয়ার রোববার কিনলে তা মঙ্গলবার বিক্রি করতে পারবেন। আগে এটির শেয়ারের লেনদেন নিষ্পত্তিতে সময় লাগত ১০ দিন (টি+৯) এবং অন্যদিকে শেয়ারের বিপরীতে কোনো ঋণসুবিধা পাওয়া যেত না।

ডিএসইর তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে লাফার্জ সুরমা সিমেন্টের ৬৬ লাখ ৪১ হাজার ২৩৪টি শেয়ার ৭৭ কোটি ৫৫ লাখ ৮২ হাজার টাকায় লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ৯৮ লাখ ৪৬ হাজার ৯৭৮টি শেয়ার ৫৮ কোটি ৫১ লাখ ৩৫ হাজার টাকায় লেনদেন হয়েছে।

লেনদেনের তৃতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মা সপ্তাহজুড়ে ২০ লাখ ৫৯ হাজার ৪২১টি শেয়ার ৫২ কোটি ৪৫ লাখ ৪৬ হাজার টাকায় লেনদেন করেছে।

এছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড, গ্রামীণফোন, অলিম্পিক এক্সসরিজ লিমিটেড, ইফাদ অটোস এবং এএফসি এগ্রো বায়াটেক লি.।

এসআই/এআরএস/এমএস