ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক রবিউল হাসান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:২০ পিএম, ৩১ অক্টোবর ২০১৭

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক থেকে নির্বাহী পরিচালক (ইডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন এস এম রবিউল হাসান। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, রবিউল হাসান ৩০ অক্টোবর নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পান। এতদিন তিনি ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

রবিউল হাসান ১৯৮৮ সালে সরাসরি সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। এ যাবৎ তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়, ব্যাংক পরিদর্শন বিভাগ, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট এবং বাংলাদেশ ব্যাংকের বগুড়া ও সিলেট অফিসে কর্মরত ছিলেন।

তিনি প্রাতিষ্ঠানিক প্রয়োজনে দেশ-বিদেশে বহু প্রশিক্ষণ কোর্স, সেমিনার, সিম্পোজিয়াম ইত্যাদিতে অংশগ্রহণ করেন।

এসআই/ওআর/আইআই