আয়কর মেলায় আয় ১৬৭৫ কোটি টাকা
রাজধানী ঢাকাসহ সারাদেশে আয়কর মেলা থেকে এবার আদায় হয়েছে ১ হাজার ৬৭৫ কোটি টাকা। মেলার শেষ দিন সোমবার বিকাল ৬টায় রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের আগে জাতীয় রাজস্ব বোর্ড থেকে প্রাপ্ত তথ্যে একখা জানা যায়।
প্রাপ্ত তথ্যমতে জানা যায়, মেলা থেকে মোট কর আদায়ের পরিমান ১ হাজার ৬ শত ৭৫ কোটি ৩০ লাখ ৭৩ হাজার ৪ শত ৫১ টাকা। মেলা থেকে সেবা দেয়া হয়েছে ৬ লাখ ৪৯ হাজার ১ শত ৮৫ জনকে। রিটার্ন দাখিল করেছেন এক লাখ ৪৯ হাজার ৩০৯ জন আয়করদাতা।
এছাড়া নতুন রেজিস্টেশন করেছেন ১৫ হাজার ৯ শত ৭ জন। রি-রেজিস্টেশনের সংখ্যা ১০ হাজার ৮ শত ৩৮ টা। সাতটি বিভাগীর শহর ও ৬টি জেলা শহরে এই মেলা হয়েছে।
সর্বশেষ - অর্থনীতি
- ১ সঠিক নীতি সহায়তা পেলে পোশাককেও ছাড়িয়ে যাবে প্যাকেজিং খাত
- ২ ইলেকট্রিক চার্জিং স্টেশন স্থাপনে কাজ করবে আরএফএল-জাপানের গ্লাফিট
- ৩ ডলার তুলে নেওয়া ‘স্বল্পমেয়াদে স্বস্তি, দীর্ঘমেয়াদে ঝুঁকি’
- ৪ অধিকাংশ প্রতিষ্ঠানের দরপতনেও হাজার কোটি টাকা বাড়লো বাজার মূলধন
- ৫ প্রশাসকমুক্ত সংগঠনের জন্য ১২ ফেব্রুয়ারির পরই ভোট চান ব্যবসায়ীরা