ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

যমুনার ফ্রিজ কিনলে থাকছে ‘ফ্রি ফ্রিজ’ পাওয়ার সুযোগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:০৯ পিএম, ২৬ জানুয়ারি ২০১৮

প্রতি বছরের মতো এবারও মেলায় প্রতিযোগিতায় নেমেছে দেশি-বিদেশি ব্র্যান্ডের বিভিন্ন ইলেক্ট্রনিক্স পণ্য। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মূল্যছাড়, গিফট ভাউচারসহ নানা অফার দিয়েছে যমুনা ইলেক্ট্রনিক্স।

প্রতিদিন লটারির মাধ্যমে যমুনা ফ্রিজের একজন ক্রেতা আরেকটি ফ্রিজ উপহার পাচ্ছেন।
মেলায় যমুনা ইলেক্ট্রনিক্সের প্যাভিলিয়নে শতাধিক পণ্য উপস্থাপন করা হয়েছে। ফ্রিজে দেয়া হচ্ছে ২০ বছরের ওয়ারেন্টি।

শতাধিক পণ্যে বিভিন্ন ধরনের ছাড়, অফার ও যমুনার প্যাভিলিয়ন পরিদর্শন করলে বিনামূল্যে থাকছে ডিসকাউন্ট কুপন সংগ্রহের সুযোগ। তাই যমুনা ইলেক্ট্রনিক্সে পছন্দের পণ্য কিনতে প্যাভিলিয়নটিতে যাচ্ছেন ক্রেতারা। তবে যমুনা ইলেক্ট্রনিক্সের বিভিন্ন পণ্যের মধ্যে দর্শনার্থীর পছন্দের তালিকায় অন্যতম শীর্ষে আছে যমুনা ফ্রিজ।

যমুনা প্যাভিলিয়ন থেকে ফ্রিজ কেনেন আজিজা বেগম। বলেন, যমুনার পণ্য আন্তর্জাতিক মানসম্পন্ন আর দামও নাগালের মধ্যে। একটি ফ্রিজ কিনলে আরেকটি ফ্রিজ পাওয়ার সুযোগও রয়েছে। যমুনার পণ্য গুণে ও মানে সেরা। আমার ঘরে রয়েছে যমুনার একধিক পণ্য। এ ব্র্যান্ডের নিয়মিত ক্রেতা আমি।

যমুনা ইলেক্ট্রনিক্স প্যাভিলিয়নের ইনচার্জ রায়হান আহমেদ জানান, একটি কিনলে আরেকটি ফ্রিজ জেতার সুযোগ রয়েছে। সারাদিন বিক্রি হওয়া ফ্রিজের ক্রেতাদের মধ্যে লটারির মাধ্যমে একজনকে ফ্রিজ উপহার দেয়া হচ্ছে।

প্রতিদিনই এ পুরস্কার দেয়া হচ্ছে। ফ্রিজের মডেলভেদে সর্বোচ্চ আট হাজার টাকা পর্যন্ত নগদ ছাড় দেয়া হয়েছে। এছাড়া কেনাকাটা ও প্যাভিলিয়ন পরিদর্শনে নগদ ছাড়, ভাউচার কুপন ও গিফট কুপন দেয়া হচ্ছে। শুধু প্যাভিলিয়নে প্রবেশ করলেই দর্শনার্থীদের ডিসকাউন্ট কুপন দেয়া হচ্ছে। মেলার শেষে এ ডিসকাউন্ট কুপন দেখিয়ে যমুনার শোরুম থেকে যে কোনো পণ্য কিনলে পাঁচ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা।

এখানে ১০ হাজার টাকার পণ্য কিনলে দেয়া হচ্ছে এক হাজার টাকার ক্যাশ ভাউচার। ৩১ মার্চের মধ্যে যমুনা ইলেক্ট্রনিক্সের যে কোনো শোরুম থেকে পণ্য কিনে ভাউচার দেখালে ওই অর্থছাড় পাবেন ক্রেতা।

এমএ/এমএআর/এমআরএম/আইআই

আরও পড়ুন