সিরাজগঞ্জে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন
গ্রামীণ জনপদে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ জামান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের এজেন্ট মেসার্স মোজাদ্দেদিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধীকারী মো. ইকবাল হোসেন, শাহাজাদপুর উপজেলার চেয়ারম্যান আজাদ রহমান, ২নং গাড়াদহ ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, শুভানুধ্যায়ী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, মিডল্যান্ড ব্যাংকের রিটেল ডিস্ট্রিবিউশন এবং এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান মো. রিদওয়ানুল হক, বগুড়া শাখার ম্যানেজার কুদরত-ই-খোদা মো. সামিউল করিমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআই/এমএমজেড/আইআই