ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

সিরাজগঞ্জে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:১৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৮

গ্রামীণ জনপদে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন করা হয়েছে।

সম্প্রতি মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ জামান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের এজেন্ট মেসার্স মোজাদ্দেদিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধীকারী মো. ইকবাল হোসেন, শাহাজাদপুর উপজেলার চেয়ারম্যান আজাদ রহমান, ২নং গাড়াদহ ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, শুভানুধ্যায়ী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, মিডল্যান্ড ব্যাংকের রিটেল ডিস্ট্রিবিউশন এবং এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান মো. রিদওয়ানুল হক, বগুড়া শাখার ম্যানেজার কুদরত-ই-খোদা মো. সামিউল করিমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআই/এমএমজেড/আইআই

আরও পড়ুন