বনশ্রী ও কাজীপাড়ায় ডেইলি শপিং-এর শোরুম চালু
নিত্য প্রয়োজনীয় গৃহস্থালি পণ্য সাশ্রয়ী মূল্যে সরবরাহ করতে রাজধানীর বনশ্রী ও কাজীপাড়ায় শোরুম চালু করেছে রিটেইল চেইনশপ ডেইলি শপিং।
গত মঙ্গলবার বনশ্রীর জি-ব্লকে শোরুম উদ্বোধন করেন প্রাণ-এর ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা। একই দিন পূর্ব কাজীপাড়ায় শোরুম উদ্বোধন করেন ডেইলি শপিং এর অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (অপারেশন) গালিব ফাররোখ বখত।
ক্রেতারা নতুন শোরুম থেকে চাল, ডাল, চিনি, দুধ, ঘি, মসলা, টয়লেট্রিজ পণ্য, শিশু খাদ্য, বেভারেজ, পারসোনাল কেয়ার পণ্যসহ নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য কিনতে পারবেন।
প্রাণ কনফেকশনারি লিমিটেড-এর চিফ অপারেটিং অফিসার সাইফুল ইসলাম, এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড-এর চিফ অপারেটিং অফিসার ওয়ারেসুল হাবিব এবং ডেইলি শপিং এর অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার মিরাজ সরকারসহ ডেইলি শপিংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বর্তমানে রাজধানীর মধ্যবাড্ডা, নিকুঞ্জ, মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, শঙ্কর, ধানমন্ডি, বাসাবো, খিলগাঁও, মধুবাগসহ বিভিন্ন স্থানে ডেইলি শপিং-এর ৪৯টি শোরুম চালু রয়েছে।
এমবিআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ অর্থবছরের মাঝপথেই রাজস্ব ঘাটতি ৪৬ হাজার কোটি টাকা
- ২ দেড় বছরে দেশের অর্থনীতি নিম্নস্তরের ভারসাম্যে স্থির হয়ে গেছে
- ৩ রোজার আগেই সংকট কেটে যাবে, আশ্বস্ত করলেন এলপিজি অপারেটররা
- ৪ দুই ব্যাংক থেকে আরও ৪ কোটি ৫০ লাখ ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক
- ৫ নতুন পে স্কেলে সরকারি কর্মচারীরা সন্তুষ্ট হবেন আশা অর্থ উপদেষ্টার