১০ দিনের ছুটিতে বুড়িমারী স্থলবন্দর
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন বুড়িমারী স্থলবন্দর বুধবার (১-অক্টোবর) থেকে শুক্রবার(১০-অক্টোবর) পর্যন্ত টানা ৪দিন(১-৪) সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা ও মুসলামনদের প্রধানধর্মীয় উৎসব ঈদুল আযহার ৬ দিন (৫-১০) সরকারি ছুটির কারণে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার থেকে ছুটি কার্যকর করার কারণে বন্ধ হয়ে গেছে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম। তবে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।
বুড়িমারী স্থলবন্দর কাস্টমস সহকারী কমিশনার(এসি) মতিয়ার রহমান জানান, সনাতন ধর্মীয়দের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা ও মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা উপলক্ষ্যে ১ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত টানা ১০দিন ছুটির কারণে বুড়িমারী স্থলবন্দর দিয়ে সব ধরণের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ১১ অক্টোবর থেকে যথারীতি আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে। তবে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।
সর্বশেষ - অর্থনীতি
- ১ বিপিসির এলপিজি আমদানির সিদ্ধান্তে সংকট কি কাটবে?
- ২ সঠিক নীতি সহায়তা পেলে পোশাককেও ছাড়িয়ে যাবে প্যাকেজিং খাত
- ৩ ইলেকট্রিক চার্জিং স্টেশন স্থাপনে কাজ করবে আরএফএল-জাপানের গ্লাফিট
- ৪ ডলার তুলে নেওয়া ‘স্বল্পমেয়াদে স্বস্তি, দীর্ঘমেয়াদে ঝুঁকি’
- ৫ অধিকাংশ প্রতিষ্ঠানের দরপতনেও হাজার কোটি টাকা বাড়লো বাজার মূলধন