মঙ্গলবার থেকে শেয়ারবাজারে লেনদেন বন্ধ
পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উপলক্ষে মঙ্গলবার থেকে শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে। পাঁচদিন বন্ধ থাকার পর আগামী ২৬ আগস্ট থেকে আবার লেনদেন শুরু হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক শরিফ আতাউর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সরকার নির্ধারিত ছুটি শেয়ারবাজারের জন্যও কার্যকর হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ২১ আগস্ট থেকে শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে। এরপর ২৬ আগস্ট থেকে আবার লেনদেন শুরু হবে। সে হিসাবে শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে তিন কার্যদিবস।
এমএএস/এনএফ/জেআইএম