২০ শতাংশ লভ্যাংশ দেবে বিএসআরএম
শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বিএসআরএম লিমিটেড। এর মধ্যে ১০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস শেয়ার রয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এরফলে কোম্পানিটির শেয়ারহোল্ডাররা প্রতি ১০০টি শেয়ারের বিপরীতে নগদ ১০ টাকা এবং ১০টি সাধারণ শেয়ার লভ্যাংশ হিসেবে পাবেন।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় গত ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ দেয়ার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে তথ্য প্রকাশ করা হয়েছে।
পর্ষদ সভা শেষে প্রকাশিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩ ডিসেম্বর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ অক্টোবর।
এদিকে লভ্যাংশ ঘোষণার কারণে আজ (বুধবার) কোম্পানিটির শেয়ারের দামে কোনো সর্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ কোম্পানিটির শেয়ারের দাম যতখুশি বাড়তে অথবা কমতে পারবে।
এমএএস/এমএমজেড/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ অর্থবছরের মাঝপথেই রাজস্ব ঘাটতি ৪৬ হাজার কোটি টাকা
- ২ দেড় বছরে দেশের অর্থনীতি নিম্নস্তরের ভারসাম্যে স্থির হয়ে গেছে
- ৩ রোজার আগেই সংকট কেটে যাবে, আশ্বস্ত করলেন এলপিজি অপারেটররা
- ৪ দুই ব্যাংক থেকে আরও ৪ কোটি ৫০ লাখ ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক
- ৫ নতুন পে স্কেলে সরকারি কর্মচারীরা সন্তুষ্ট হবেন আশা অর্থ উপদেষ্টার