কৃষি ব্যাংক পিরোজপুর শাখায় অনলাইন সার্ভিস চালু
কৃষি ব্যাংক পিরোজপুর শাখায় অনলাইন প্রক্রিয়া চালু হয়েছে। বৃহস্পতিবার পিরোজপুর আঞ্চলিক কার্যালয়ে মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম এর উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মো. খলিলুল্লাহ, শাখা ব্যবস্থাপক ফিরোজ খান, মাহামুদা বেগম, মো. শফিকুল ইসলাম, জালাল আহম্মেদসহ মুখ্য আঞ্চলিক কার্যালয়ে অন্যান্য কর্মকর্তা ও গ্রাহকবৃন্দ।
মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম জানান, অনলাইন সার্ভিস চালুর ফলে গ্রাহকরা তাৎক্ষণিকভাবে টাকা উত্তোলন ও পাঠাতে পারবেন।
হাসান মামুন/এমজেড/আরআইপি