ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

শীতার্তদের পাশে এফবিসিসিআই

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ০২ জানুয়ারি ২০১৯

রাজধানীর শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

বুধবার (২ জানুয়ারি) এফবিসিসিআই ফাউন্ডেশনের উদ্যোগে তেজগাঁওয়ের তিব্বত কলোনি বাজার এবং বনানীর কড়াইল এরশাদ স্কুল মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন এবং সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিব উল্লাহ ডনসহ এফবিসিসিআই পরিচালক খন্দকার রুহুল আমিন, কোহিনুর ইসলাম এবং রাশেদুল হোসেন চৌধুরীও (রনি)।

উল্লেখ্য, ২০০৮ সালে প্রতিষ্ঠিত এফবিসিসিআই ফাউন্ডেশন দেশের সাধারণ মানুষ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে আসছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসংস্থান সামগ্রী (সেলাই মেশিন, ভ্যান ইত্যাদি) প্রদানের মাধ্যমে ইতিমধ্যে বিপুল সংখ্যক নারী-পুরুষকে সাবলম্বী করে তোলা হয়েছে। ফাউন্ডেশন আগামীতে বিদেশ গমনেচ্ছু কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে ভাষা শিক্ষা কোর্স, দরিদ্র কৃষকদের মাঝে কৃষি উপকরণ এবং বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে কারিগরি ও হস্তশিল্প তৈরি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেবে।

এসআই/এএইচ/এমএস

আরও পড়ুন