বেশি দামে চাল বিক্রি করায় ৪ আড়তকে জরিমানা

মূল্য তালিকা প্রদর্শন না করা, কেনা চালের রশিদ না রাখা এবং বেশি দামে চাল বিক্রির অপরাধে চার আড়তকে জরিমানা করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম।
সোমবার (৩০ মার্চ) রাজধানীর উত্তর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি জানান, গত দশ দিন আগে উত্তর যাত্রাবাড়ীর চালের আড়তগুলোর মালিকদের আমরা বলেছি চালের ক্রয় রশিদ সঙ্গে রাখতে হবে এবং ক্রয় মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে চালের মূল্য তালিকা প্রদর্শন করতে হবে। প্রদর্শিত মূল্য তালিকার বেশি দাম নেয়া যাবে না। কিন্তু ওই নির্দেশনার দশ দিন পর আজ অভিযানে এসে দেখি তারা কিছুই মানছেন না। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মূল্য তালিকায় প্রদর্শিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অপরাধে যাত্রাবাড়ীর মারুফ রাইস এজেন্সিকে ১০ হাজার টাকা, করিম রাইস এজেন্সিকে ১০ হাজার, দিদার রাইস এজেন্সিকে ১০ হাজার ও হাকিমের আড়তকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে হ্যান্ডমাইকে চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আদাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা এবং প্রদর্শিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে এসব পণ্য বিক্রয় না করার জন্য অনুরোধ জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের প্রতিনিধিরা সহায়তা করেন। কোনো পণ্য বা সেবা ক্রয় করে প্রতারিত হলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের হটলাইনে (১৬১২১) অভিযোগ করার জন্য অনুরোধ জানানো হয়।
এসআই/এমএসএইচ/এমএস
বিজ্ঞাপন
সর্বশেষ - অর্থনীতি
- ১ পাল্টা শুল্ক নিয়ে আলোচনার প্রস্তুতি সুচিন্তিত মনে হয়নি
- ২ আর্থিক ব্যবস্থাপনা ও কর্মপরিকল্পনা নিয়ে প্রথম সম্মেলন করলো বেপজা
- ৩ ৬৪ জেলায় হবে প্রদর্শনী, চীনা প্রতিষ্ঠান থেকে ভাড়া নেওয়া হবে ড্রোন
- ৪ মিডল্যান্ড ব্যাংকের বনানী শাখা এখন কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে
- ৫ মার্কিন শুল্কে ‘ঝুঁকির শঙ্কা’, দ্রুত পদক্ষেপ চান ব্যবসায়ীরা