শেয়ার কিনবেন পপুলার লাইফের দুই উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্স্যুরেন্সের দুই উদ্যোক্তা কোম্পানিটির ২০০টি শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রতিষ্ঠানটির এই দুই উদ্যোক্তা হলেন মো. মোতাহার হোসেন এবং এম ফজলে তাহের। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তারা শেয়ার কেনার এই ঘোষণা দিয়েছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ডিএসই জানিয়েছে, বিদ্যমান বাজারদরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে মূল বাজার থেকে তারা তাদের ঘোষণা দেয়া শেয়ার কিনবেন। দুই উদ্যোক্তাই ১০০টি করে মোট ২০০টি শেয়ার কিনবেন।
ডিএসইর তথ্য অনুযায়ী, ৬০ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকা পরিশোধিত মূলধনের এই ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ছয় কোটি চার লাখ ২৮ হাজার ৩৫৮টি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এই শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে আছে ৩০ দশমিক ৩০ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৪ দশমিক ৯১ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ৭৯ শতাংশ আছে।
এমএএস/বিএ/পিআর
বিজ্ঞাপন
সর্বশেষ - অর্থনীতি
- ১ পাল্টা শুল্ক নিয়ে আলোচনার প্রস্তুতি সুচিন্তিত মনে হয়নি
- ২ আর্থিক ব্যবস্থাপনা ও কর্মপরিকল্পনা নিয়ে প্রথম সম্মেলন করলো বেপজা
- ৩ ৬৪ জেলায় হবে প্রদর্শনী, চীনা প্রতিষ্ঠান থেকে ভাড়া নেওয়া হবে ড্রোন
- ৪ মিডল্যান্ড ব্যাংকের বনানী শাখা এখন কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে
- ৫ মার্কিন শুল্কে ‘ঝুঁকির শঙ্কা’, দ্রুত পদক্ষেপ চান ব্যবসায়ীরা