ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ-এর আঞ্চলিক পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:১০ পিএম, ২৯ অক্টোবর ২০২০

আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গ্যাস স্টোভ, ওয়াটার পাম্প, ওয়িং স্কেল, কিচেন সিঙ্ক, হার্ডওয়্যার টুলসসহ বিভিন্ন পণ্যের পরিবেশকদের নিয়ে আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ঢাকা, বগুড়া, খুলনা ও চট্টগ্রামে অনুষ্ঠিত এসব আঞ্চলিক পরিবেশক সম্মেলনে প্রায় সাড়ে তিনশ পরিবেশক অংশগ্রহণ করেন।

আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল, রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মো. মনিরুজ্জামান, মহাব্যবস্থাপক (বিপণন) চৌধুরী ফজলে আকবর, মহাব্যবস্থাপক (বিক্রয়) শহীদুল ইসলাম ও উপ-মহাব্যবস্থাপক (বিক্রয়) আকরামুল হকসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসআর/এমকেএইচ