EN
  1. Home/
  2. অর্থনীতি

ওয়ালটন পরিচালক মৃদুলের মৃত্যু এক অপূরণীয় ক্ষতি : পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:৪৫ পিএম, ২২ জানুয়ারি ২০২১

ওয়ালটন গ্রুপের তরুণ পরিচালক মাহবুব আলম মৃদুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শুক্রবার (২২ জানুয়ারি) এক শোকবার্তায় মন্ত্রী বলেন, মরহুমের বাবা এস এম শামসুল আলম ও পরিবারের অন্যান্য সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফসল ওয়ালটন কোম্পানি। দেশে কর্মসংস্থানসহ ওয়ালটন পণ্য আজ দেশ-বিদেশে সমাদৃত। বাবা ও চাচাদের পথ ধরে ওয়ালটনকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে মৃদুলও ওয়ালটনের হাল ধরেছিলেন। কিন্তু মাত্র ২৩ বছর বয়সের তরতাজা এ তরুণ সবাইকে কাঁদিয়ে অপরিণত বয়সেই ইহধাম ত্যাগ করেন। এ এক অপূরণীয় ক্ষতি।

মন্ত্রী মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বৃহস্পতিবার সন্ধ‌্যা ৬টা ২৩ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান মাহবুব আলম মৃদুল। তার বয়স হয়েছিল ২৩ বছর।

পিডি/এসএস/জেআইএম