ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

রূপগঞ্জে অগ্নিকাণ্ড : বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের শোক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:২৮ পিএম, ১৩ জুলাই ২০২১

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) সদস্য হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের (সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান) কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫২ জনের প্রাণহানি ঘটেছে ও অনেকে আহত হয়েছে। এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে বাপা।

মঙ্গলবার (১৩ জুলাই) বাপা’র সাধারণ সম্পাদক মো. ইক্তাদুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা এই ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

এতে বলা হয়, এ খাতে এই ধরনের দুর্ঘটনা এবারই প্রথম। এই দুর্ঘটনা এমন সময়ে ঘটলো যখন করোনাকালে প্রথমবারের মতো দেশের কৃষিখাত রফতানিতে এক বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। বাপার সদস্যরা তাদের উৎপাদিত পণ্য দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে রফতানি করে আসছে। পণ্য রফতানি করতে হলে কমপ্লায়েন্স অত্যন্ত সুচারুভাবে মেনে চলতে হয়।

এ প্রেক্ষাপটে বাপার সদস্যসহ এ খাতের সঙ্গে জড়িত সবাইকে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করে এ পরিস্থিতি মোকাবিলা করতে হবে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ খাতকে আরও সামনের দিকে এগিয়ে নিতে সরকার, গণমাধ্যম, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা আমরা কামনা করছি এবং নিহত শ্রমিকদের পরিবার ও আহত শ্রমিকদের সহায়তায় এগিয়ে আসার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

এআরএ/এমএস