ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ম্যানিলাতে গভর্নরকে প্রবাসীদের শুভেচ্ছা

প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ২৫ নভেম্বর ২০১৪

গুসি শান্তি পদক নিতে বর্তমানে ম্যানিলায় অবস্থান করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। বুধবার আনুষ্ঠানিক ভাবে গুসি ফাউন্ডেশন তার হাতে পদক তুলে দেবেন। পদক পাওয়ার আগেই ম্যানিলায় বসবাসরত প্রবাসীদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন গভর্নর।

ম্যানিলা থেকে জাগোনিউজকে তিনি বলেন, দরিদ্র্য মানুষের জন্য ব্যাংকিং সেবার নিশ্চিত করতে কাজ করেছি। দেশের ব্যাংকিং খাতকে মানবিক করার চেষ্টা করেছি। অনেক দূর এগিয়েও গেছি। তারই স্বীকৃতি গুসি শান্তি পদক।

বাংলাদেশ ব্যাংকের সহকারি মুখপাত্র এএফএম আসাদুজ্জামান জাগোনিউজকে বলেন, গভর্নর ম্যানিলাতে কর্মব্যস্ত সময় অতিবাহিত করছেন। তাকে প্রবাসী বাংলাদেশিরা শুভেচ্ছা জানিয়েছেন। গুসি ফাউন্ডেশনও অগ্রিম সংবর্ধনা দিয়েছে।

তিনি আরো বলেন, গভর্নর ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের উধ্বর্তনদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি তাদের কাছে বাংলাদেশের ব্যাংকিং খাত সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছেন তাদের কাছে। আগামী ২৮ নভেম্বর গভর্নর ঢাকায় ফিরবেন।