লাইসেন্স ছাড়া পণ্য বিক্রি, আমানা বিগ বাজারকে জরিমানা
আমানা বিগ বাজার সুপার শপকে জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত
লাইসেন্স না নিয়ে পণ্য বিক্রি করায় আমানা বিগ বাজার সুপার শপকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
সোমবার ঢাকার কাকরাইলে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সুপার শপটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
কাকরাইলের নাসির টাওয়ারে অবস্থিত আমানা বিগ বাজার মোড়কজাতকরণ সনদ ছাড়া হলুদ গুড়া, বাদাম, এলাচ, জিরা, সাগুদানা ইত্যাদি বিক্রি করে আসছিল।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান। প্রসিকিউটর হিসেবে ছিলেন বিএসটিআই’র পরিদর্শক রোশনা আক্তার।
এনএইচ/জেডএইচ/