ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

আইসিএমএবির নতুন সভাপতি আরিফ খান

প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আরিফ খান এফসিএমএ।

মঙ্গলবার প্রতিষ্ঠানটির কাউন্সিল সভায় তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হন। আইসিএমএবি সূত্রে এ তথ্য জানা গেছে। নির্বাচিত কমিটি ২০১৬ সালের দায়িত্ব পালন করবেন।

নতুন এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি জামাল আহমেদ চৌধুরী এফসিএমএ ও অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এফসিএমএ।  
সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুর রহমান খান এফসিএমএ এবং কোষাদ্যক্ষ নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. স্বপন কুমার বালা এফসিএমএ।

প্রসঙ্গত, শারীরিক অসুস্থতার কারণে আরিফ খান সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনারের পদ থেকে পদত্যাগ করেন।

এসআই/এএইচ/বিএ