ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

সচিবদের নিয়ে সিএসইর সচেতনতামূলক কর্মশালা

প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

তালিকাভুক্ত কোম্পানির সচিবদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা শুরু ক‌রেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। রোববার সিএসইর ঢাকা অফিসে চার দিনব্যাপি এ কর্মশালার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুক।

সিএসই প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সচেতনতামূলক এ কর্মশালার উদ্দেশ্য হচ্ছে লিস্টিং রেগুলেশন-২০১৫, ফিন্যান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড ডিসক্লোজার সম্পর্কে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সচিবদের বিস্তারিত ধারণা দেয়া ও সচেতনতা বৃদ্ধি করা।

চার দিনের এই কর্মশালায় প্রথম দিনে ব্যাংক ও লিজিং এবং ফাইন্যান্স কোম্পানিগুলোর ৫১ জন, দ্বিতীয় দিনে লাইফ এবং জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির ৪১ জন, তৃতীয় দিনে ফার্মাসিউটিক্যালস ও এনার্জি খাতের ৪৮ জন এবং শেষ দিনে বিবিধ, টেলিকম, ও প্রকৌশল খাতের প্রায় ৩৯ জন কোম্পানি সচিব কর্মশালায় অংশ নেবেন।‌

এসআই/বিএ