ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

শিগগিরই চালু হচ্ছে ঢাকা-টরেন্টো ফ্লাইট

প্রকাশিত: ০২:১৮ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার এইচ ই বেনোয়া পিয়েরে লারামের এক বৈঠকে শিগগিরিই ঢাকা-টরেন্টো ফ্লাইট চালুর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।   

এয়ার কানাডা পরিচালিত এই ফ্লাইটের যাত্রীরা ঢাকা থেকে দিল্লি হয়ে সরাসরি কানাডার টরন্টোতে অবতরণ করতে পারবেন। টরন্টো থেকে প্রতিদিন অনেক ফ্লাইট নিউ ইয়র্কের উদ্দেশে ছেড়ে যায়। ঢাকা-নিউ ইয়র্ক ফ্লাইট চালু না হওয়া পর্যন্ত বাংলাদেশের যাত্রীরা এই রুটে নিউ ইয়র্ক পর্যন্ত যেতে পারবেন। এতে অতিরিক্ত ভাড়াও গুনতে হবে না। ঢাকার যাত্রীদের সুবিধার্থে নিউ ইয়র্কে যাওয়া অন্যসব ক্যারিয়ারের ভাড়ার সমানই থাকবে এই ভাড়া।

ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর বিষয়েও বৈঠকে আলোচনা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন পর্যন্ত ফ্লাইট চালু রয়েছে। এয়ার কানাডার সঙ্গে কোডিং শেয়ারের মাধ্যমে একে ফ্রাঙ্কফুট, প্যারিস ও রোম পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর কাছ থেকে ফিফথ ফ্রিডম অব এয়ার সুবিধা পাওয়ার কৌশল নিয়েও আলোচনা হয়েছে।

আরএম/এনএফ/আরআইপি