ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

বাণিজ্যমেলায় ‘ট্রামপোলিন জাম্পিং’ খেলায় মেতেছে শিশু-কিশোরেরা

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ | প্রকাশিত: ০৯:২৭ পিএম, ১৩ জানুয়ারি ২০২৩

ছুটির দিনে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৭তম আসর। প্রতিবারের মতো এবারও শিশু-কিশোরদের জন্য চিত্তবিনোদনের জন্য মেলায় স্থান পেয়েছে মিনিপার্ক। পার্কটিকে ঘিরেই ভিড় করছে শিশু-কিশোরেরা। তবে, এবার মেলায় আগত শিশু-কিশোরদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘ট্রামপোলিন জাম্পিং’ খেলা।

ছুটির দিন হওয়ায় শুক্রবার (১৩ জানুয়ারি) বাণিজ্যমেলার বিভিন্ন স্টলে ক্রেতা-দর্শনার্থীর ঢল নেমেছে। তবে, মেলায় আগত শিশু-কিশোরদের মুগ্ধ করেছে ‘ট্রামপোলিন জাম্পিং’ খেলা। সরেজমিনে দেখা যায়, মেলায় মিনিপার্কটিতে ‘ট্রামপোলিন জাম্পিং’ খেলায় মেতেছে শিশু-কিশোরেরা।

আরও পড়ুন>> বাণিজ্যমেলায় অন্যরকম বিজ্ঞানবাক্সে মুগ্ধ ক্রেতা-দর্শনার্থীরা

‘ট্রামপোলিন জাম্পিং’ খেলায় ব্যস্ত ছয় বছর বয়সী তানজিদা আক্তার সাবহা জাগো নিউজকে বলেন, আম্মুর সঙ্গে মেলায় এসেছি। এখানে এসে ‘ট্রামপোলিন জাম্পিং’ খেলতে আমার খুবই ভালো লাগছে।

মিনিপার্কে প্রবেশের জন্য টিকিট সংগ্রহের সিরিয়ালে দাঁড়িয়ে থাকা রাফিউজ্জামান জানান, চাকরির কারণে এতদিন মেলায় আসা হয়নি। আজ ছুটির দিন হওয়ায় পরিবার নিয়ে এসেছি। মিনিপার্কের সামনে দিয়ে যাচ্ছিলাম। এসময় মেয়ে পার্কে ঢুকবে বলে বায়না ধরে। কিন্তু ভিড় থাকায় এখনো টিকিট সংগ্রহ করতে পারিনি।

আরও পড়ুন>> বাণিজ্যমেলায় কোট-ব্লেজারে অফারের ছড়াছড়ি, নেই ক্রেতার চাপ

‘ট্রামপোলিন জাম্পিং’ খেলার দায়িত্বে থাকা মামুন মিয়া জানান, শিশু-কিশোরদের জন্য আমরা এ খেলার ব্যবস্থা করেছি। মেলায় প্রথমদিন থেকেই ভালো সাড়া পাচ্ছি। তবে, আজ ছুটির দিন হওয়ায় মেলায় কয়েকগুন বেশি দর্শনার্থী। তাদের সঙ্গে আসা শিশু-কিশোররা এখানে ‘ট্রামপোলিন জাম্পিং’ খেলা মেতেছে।

তিনি আরও জানান, মাত্র ৫০ টাকার বিনিময়ে একজন শিশু ১০ মিনিট এ খেলার সময় পাবে। এসব খেলা সচরাচর সব মেলায় না থাকায় এখানে প্রচুর শিশু-কিশোর ভিড় করছে।

আরও পড়ুন>> প্রতিবন্ধী ব্যক্তিদের তৈরি পণ্যের স্টলে ক্রেতাদের ভিড়

এবার বাণিজ্যমেলায় দেশি-বিদেশি স্টল বসছে ৩৩১টি। মেলায় মোট স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা ৪৮৩টি। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়নের সংখ্যা ১১২টি, মিনি প্যাভিলিয়নের সংখ্যা ১২৮ ও বিভিন্ন ক্যাটাগরির স্টলের সংখ্যা ২৪৩টি। এর মধ্যে বিদেশি প্যাভিলিয়ন ২৭টি, বিদেশি মিনি প্যাভিলিয়ন ১১টি ও বিদেশি প্রিমিয়ার স্টলের সংখ্যা ১৭টি। বড় পরিসরের কারণে কিছুটা সমস্যা হয়েছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে মেলা শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটির দিনে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে। মেলায় প্রবেশে প্রাপ্তবয়স্কদের ৪০ টাকার টিকিট কাটতে হবে। শিশুদের জন্য টিকিটের মূল্য ২০ টাকা।

রাশেদুল ইসলাম রাজু/এমএএইচ/এএসএম